আর হবেনা ফাউ, এসে গেল ফুচকার অভিনব ATM মেশিন

নিজস্ব প্রতিবেদন : দিনকে দিন প্রযুক্তি এত উন্নত হচ্ছে যে, কখনও কখনও আবিষ্কার আমাদের কল্পনাকেও ছাপিয়ে যাচ্ছে। ঠিক যেমন সাম্প্রতিককালের একটি আবিষ্কার আমাদের প্রত্যেককেই অবাক করে দিয়েছে। ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে এমনই এক মেশিন যেখানে টাকা দিলেই ফুচকা বের হবে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি যে এটি একটা ফুচকার এটিএম। এটিএম-এ যেমন ভাবে টাকা বের হয়, ঠিক সেই একই পদ্ধতিতে এখানে ফুচকা বের হবে।

কিন্তু এতে আনন্দের পাশাপাশি একঘেয়েমিও আছে। কারণ এখানে ফুচকা গতানুগতিক পদ্ধতিতে তৈরি হবে। যখন ফুচকা কোন মানুষ তৈরি করেন তখন আমরা আমাদের স্বাদ অনুযায়ী খাবারটি পেয়ে থাকি। ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা কিনি তখন আমরা হাজারো একটা ফরমাইশ করি। কারোর ফুচকায় ঝাল বেশি তো কারোর মাঝামাঝি, কারোর আবার ঝাল শুনলেই নৈব নৈব চ। আর এত মানুষের স্বাদ অনুযায়ী ফুচকা দিয়ে থাকেন আমাদের ফুচকা কাকু। এরপর উপরন্তু আছে ফাউ নেওয়ার মজা। একজন খদ্দের ফুচকা ১০ টাকারই খান অথবা ২০ টাকার একটা এক্সট্রা স্পেশাল ফুচকার আবদার আমাদের সকলেরই থাকে। আর এই সকল আবদারের সাথে জড়িয়ে থাকে আমাদের আবেগ। তাই ফুচকা কাকুও অম্লানবদনে সব মেনে নেন। এই সকল জিনিসগুলো কোনো এটিএম মেশিনে ফুচকা নিলে পাওয়া যাবে না।

তবে এই লকডাউনে সকলে যখন ফুচকা খাওয়া প্রায় ভুলতেই বসেছিল, তখন ফুচকার এই এটিএম মেশিন ফুচকাপ্রেমীদের কাছে অত্যন্ত সুখবর হয়ে এসেছে। আবার এই মেশিনে স্যানিটাইজ করার পদ্ধতিও আছে। একটি বোতামে হাত দিলেই ফুচকা স্যানিটাইজ হয়ে বেরিয়ে আসবে।

এই অভিনব প্রযুক্তির আবিষ্কারের জন্য সকলেই ভারতের প্রশংসা করছেন। প্রযুক্তিতে আমাদের দেশও উন্নত, প্রয়োজন শুধু একটুখানি সদিচ্ছার-ফুচকার এটিএম একথা আবারও প্রমাণ করলো।