শহীদ রাজেশ ওরাংয়ের কফিনবন্দি দেহ আসার অপেক্ষা, চলছে শেষ প্রস্তুতি

হিমাদ্রি মন্ডল : গত সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় রাতের অন্ধকারে ভারতীয় সেনা জওয়ানদের উপর চীনা সেনাদের অতর্কিত আক্রমণে কমকরে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। আর এই ২০ জন সেনা জওয়ানের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দুইজন শহীদ। যাদের মধ্যে একজন বীরভূমের মহঃবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের ২৬ বছর বয়সী রাজেশ ওরাং এবং দ্বিতীয়জন আলিপুরদুয়ারের বিপুল রায়। এই দুইজন বাঙালি শহীদ সেনা জওয়ানের কফিনবন্দি দেহ বৃহস্পতিবার পৌঁছাবে গ্রামের বাড়িতে।

বৃহস্পতিবার সকাল থেকেই বীরভূমের মহঃবাজারের বাসিন্দারা অপেক্ষারত শহীদ সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের অপেক্ষায়। তাকে শেষ শ্রদ্ধা, শেষ সম্মান দেওয়ার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। কখন এসে পৌঁছাবে রাজেশের কফিনবন্দি দেহ এই অপেক্ষাতেই পরিবারসহ পুরো গ্রাম। ইতিমধ্যেই আশেপাশের বিভিন্ন গ্রাম, শহর সিউড়ি থেকে অজস্র মানুষের সমাগম হয়েছে। সকলে এসে উপস্থিত হয়েছেন রাজেশ ওরাংকে শেষবার দেখার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বীরভূম জেলা পুলিশের তরফ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রামের বিভিন্ন জায়গা। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

অন্যদিকে গতকাল রাজেশ ওরাংয়ের শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসে পৌঁছান রাজেশের বাড়িতে। রাজেশের পরিবারের সাথে তারা কথা বলেন, শ্রদ্ধা জানান শহীদ জওয়ানের ছবিতে। পাশাপাশি তারা সব রকম ভাবে রাজেশের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।