‘দিদিকে বলো’ কর্মসূচিতে ক্ষোভ, সামাল দিতে অভিযোগের সত্যতা স্বীকার তৃণমূল ব্লক সভাপতির

নিজস্ব সংবাদদাতা : ‘দিদিকে বলো’তে ফের বিক্ষোভের মুখে তৃণমূল। বারবার বিক্ষোভের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বৃহস্পতিবার ঘটলো সেই ঘটনারই পুনরাবৃত্তি। পরিস্থিতি সামাল দিতে অভিযোগের আংশিক সত্যতা স্বীকার তৃণমূল ব্লক সভাপতির।

বৃহস্পতিবার রাতে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম গোপালপুর সংসদের ব্লক সভাপতি বিনয় ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রামে যান দিদিকে বলো কর্মসূচি নিয়ে। সেখানে বিভিন্ন গ্রামবাসীদের কাছ থেকে শুনছিলেন তাদের অভাব অভিযোগের কথা। কিন্তু সেখানে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় তৃণমূল কর্মীদের, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা।

তাদের অভিযোগ, বিশেষ করে এলাকার গরীব মানুষদের বাড়ি দেওয়া হচ্ছে না, রীতিমতো বেছে বেছে দেওয়া হচ্ছে বাংলার আবাস যোজনার বাড়ি। পাশাপাশি রেশনকার্ড না পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ক্ষোভ। এছাড়াও গ্রামবাসীদের আরও অভিযোগ ‘দিদিকে বলো’তে ফোন করার জন্য যে ফোন নাম্বার দেওয়া হয়েছে তাতে দিদির সাথে সরাসরি কথা বলতে পারছেন না গ্রামবাসীরা। এখানেই শেষ নয়, এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা।

এই সমস্ত অভিযোগ নিয়ে ওই তৃণমূল নেতা জানান, বেশ কিছু অভিযোগের আংশিক সত্যতা রয়েছে। পাশাপাশি তিনি এও জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে এলাকার আমূল পরিবর্তন হয়েছে। তাঁর দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ মানুষ শুদ্ধ পানীয় জল পেতে পারে। বাকি রেশন কার্ডের বিষয়ে সরকারিভাবে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে সেই সমস্যার সমাধান করা হবে। বাড়ি দুবার পাওয়ার অভিযোগকেও তিনি স্বীকার করে জানান, “পেয়েছে, তবে এখন নয়, দীর্ঘ কয়েক বছরের আগের ঘটনা সেগুলি। পুরাতন ঘটনাকে তোলার চেষ্টা করছেন বাসিন্দারা।”