জলপ্রপাত দেখার সময় হঠাৎ বন্যা, আটকে যাওয়া মা-শিশুকে উদ্ধার করে নজির গ্রামবাসীদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে প্রাকৃতিক বিপর্যয়ের থেকে ভয়ঙ্কর বিপর্যয় আর কিছু হতে পারে না। আর এই প্রাকৃতিক বিপর্যয় কখনো কাউকে বলে আসেনা। হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের আগাম কিছুটা টের পাওয়া যায়, কিন্তু তার হাত কতদূর যাবে তা বলাটা একপ্রকার অসাধ্য। তবে এই সকল প্রাকৃতিক বিপর্যয় থেকে কখনো কখনো বিপর্যস্ত মানুষের উদ্ধার করে নজির সৃষ্টি করতে দেখা যায় মানুষকেই।

Advertisements

সম্প্রতি তামিলনাড়ুতে এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে দেখা যাচ্ছে এক মা ও শিশু জলপ্রপাত দেখতে যাওয়ার সময় হঠাৎ বন্যায় (Flood) আটকে পড়েন। তাদের পরিস্থিতি যায় যায়। তবে তাদের রক্ষা করা থেকে কোন ভাবেই কিছু হটেন নি এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণের রুদ্ধশ্বাস প্রচেষ্টায় তাদের দুজনকে সুস্থভাবেই উদ্ধার করেন ওই গ্রামবাসীরা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন উদ্ধারকারীদের।

Advertisements

এমন একটি ভয়ঙ্কর ঘটনার ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন (MK Stalin)। সেই ভিডিও থেকে জানা যায়, তামিলনাড়ুর (Tamilnadu) আনাইবারি জলপ্রপাতের (Anaivari waterfalls) জলে আটকে পড়েছিলেন ওই মা ও শিশু। এই ঘটনার পরেই এলাকার বাসিন্দারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মানবিকতার খাতিরে ওই দুজনকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ঝর্ণার গায়ে পাথরের খাঁজে কোনোক্রমে কিছু আঁকড়ে ধরে রয়েছেন ওই মা ও শিশু। সামনে দিয়েই ভয়ঙ্কর গতিতে বয়ে চলেছে জলপ্রপাতের জল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ওই ভাবে সেখানে বসে থাকাটাও কষ্টকর। তবে সে মত অবস্থাতেই ত্রাতা হিসেবে গ্রামের চারজন বাসিন্দা হাজির হয়ে তাদের রক্ষা করেন।

অন্যদিকে এই উদ্ধারকার্য চলাকালীন বিপদের মুখে পরা ওই মা ও শিশুকে সুস্থ ভাবে উদ্ধার করতে সক্ষম হলেও উদ্ধারকার্যের শেষ পর্বে বিপত্তির মুখে পড়েন দুজন উদ্ধারকারী। দড়ি ছিঁড়ে যাওয়া অথবা পিছলে যাওয়ার কারণে দুজন ওই ভয়ঙ্কর স্রোতের মধ্যে পড়ে যান। তবে তারা স্রোতের মধ্যে পড়ে গেলেও কোনোক্রমে সাঁতার কেটে তীরে উঠে আসেন বলেই জানা গিয়েছে। আর এই দুঃসাহসিক অভিযানের পর প্রত্যেকে সুরক্ষিত থাকায় আনন্দে ফেটে পড়েন তারা।

Advertisements