মাত্র ৩৩ টাকায় বিয়ার, ৮৯-র বিল দেখে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : একটা সময় ছিল যখন টাকার মূল্য ছিল অনেক। বেশিদিন নয় বছর ২০-৩০ পিছনে ফিরে তাকালেই টাকার মূল্য টের পাওয়া যাবে। সেসময় মানুষের হাতে মাত্র কিছু টাকা থাকলেই তারা সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে দিনযাপন করতে পারতেন। তবে এখন সেই টাকার মূল্য যেন কোথায় চলে গিয়েছে।

সম্প্রতি সেই রকমই টাকার মূল্য বোঝাতে পারে এমন একটি পুরাতন বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই বিলে দেখা যাচ্ছে এক বোতল বিয়ারের দাম রয়েছে মাত্র ৩৩ টাকা। তাও আবার ব্র্যান্ডেড। এখনকার দিনে এই টাকায় এক বোতল বিয়ার চাইতে গেলে দোকানদার লাঠি নিয়ে মারতে আসবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিলটি ভাইরাল হয়েছে সেটি হল ১৯৮৯ সালের। এক ফেসবুক ব্যবহারকারী ৩ দশক আগের সেই বিলটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। এই বিলগুলি নামজাদা হোটেল কোয়ালিটি রেস্টুরেন্ট এবং অলকা হোটেলের। সেই সকল বিল দেখে রীতিমতো অবাক হতে হয়।

কারণ অলকা হোটেলের মতো নামজাদা হোটেলে স্বামী স্ত্রী দুজন খাবার এবং পানীয় খাওয়ার পর বিল মিটিয়ে ছিলেন মাত্র ১৯৬ টাকা। তারা যে সকল খাবার খেয়েছিলেন সেই সকল খাবারের দাম সেই বিলে উল্লেখ রয়েছে এবং দেখা যাচ্ছে তাতে এক প্লেট ডাল মাখানি দাম নেওয়া হয় মাত্র ১৮ টাকা। চিকেন দো পেঁয়াজা এক প্লেটের দাম নেওয়া হয়েছে মাত্র ৩৮ টাকা। এছাড়াও এক বাটি রাইটার দাম নেওয়া হয়েছিল মাত্র ২৮ টাকা।

বর্তমানে যদি ওই রকম নামজাদা হোটেলের কথা বাদ দিয়ে সাধারণ কোন জায়গায় যদি এক প্যাকেট চিপস এবং এক বোতল জল নেওয়া হয় তাতেই খরচ করতে হবে ৪০ টাকা। এছাড়াও ওই বিলে মাত্র ৩৩ টাকায় এক বোতল বিয়ারের যে উল্লেখ রয়েছে তা মাত্র ৩০ বছর আগের ঘটনা। বর্তমানে যদি সবচেয়ে কম দামি বিয়ার কেনা হয় তাহলে তার জন্য ন্যূনতম ১২০ টাকা খরচ করতে হবে।