‘আংটি কোথায় পরে?’ হাঁটুতে, গলায়, কোমরে, আঙুলে, আজব প্রশ্ন দেখে হেসে গড়াগড়ি নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। ভাইরাল হওয়া অধিকাংশ বিষয়বস্তু ভিডিও অথবা মজার সব ছবি। তবে এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।

ওই প্রশ্নপত্রে এমন কিছু আজব প্রশ্ন রাখা হয়েছে এবং তার সঙ্গে আজব আজব উত্তর থাকার ফলেই তা ভাইরাল হয়েছে। ভাইরাল সেই সকল আজব প্রশ্ন এবং উত্তর দেখে নিজেদের হাসি থামিয়ে রাখতে পারছেন না সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। শুধু হাসি থামিয়ে রাখা যাচ্ছে না বললে ভুল হবে, পরিস্থিতি এমন যে হেসে খুন হওয়ার মতো অবস্থা।

যদিও ওই প্রশ্নপত্র কোথা থেকে এলো অথবা কে এমন প্রশ্নপত্র তৈরি করেছেন বা কোন পরীক্ষার প্রশ্নপত্র এটি সে সকল উত্তর এখনও মেলেনি। এই সকল উত্তর না মেলার পাশাপাশি উত্তর খোঁজার চেষ্টাও করছেন না নেটিজেনরা। কারণ তারা তো প্রশ্নপত্র এবং উত্তর অপশন দেখে হাসিই থামাতে পারছেন না।

ওই প্রশ্নপত্রের ১৯ থেকে ২৮ নম্বর পর্যন্ত ১০টি প্রশ্ন নেটিজেনদের হাসির সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি যেমন সহজ সেই রকমই তার উত্তর বেছে নেওয়ার জন্য অপশনগুলিও আজব। যেমন প্রশ্ন রয়েছে ‘আংটি কোথায় পরে? ক) হাঁটুতে, খ) গলায়, গ) কোমরে, ঘ) আঙুলে।’ এছাড়াও প্রশ্ন রয়েছে ‘চাঁদের নিজস্ব কোনও ক) আলো নেই, খ) মোবাইল নেই, গ) টেলিভিশন নেই, ঘ) ফেসবুক আইডি নেই৷’

এই রকম ১০ টি মজার মজার প্রশ্ন থাকার পাশাপাশি সেগুলির উত্তর বেছে নেওয়ার জন্য আজব আজব অপশন দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রের এই সকল প্রশ্ন দেখে স্বাভাবিকভাবেই হাসি থামছে না নেটিজেনদের, কারণ এই প্রশ্নগুলির উত্তর দিতে অপশনের প্রয়োজন হয় না, বাচ্চারাও বলে দিতে পারে।