‘বাইরে বেরোন, দেখে নেব’, স্কুলে দাঁড়িয়ে শিক্ষককে হুমকি ছাত্রের, সাহস দেখ!

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে আর ছাত্রছাত্রীদের (Student) আগেকার দিনের মতো শাসন করা যায় না। পারিপার্শ্বিক চাপ থেকে শুরু করে বর্তমান যুগের পড়ুয়াদের দুঃসাহসিকতা শাসন ব্যবস্থা লাটে তুলেছে। বারংবার এমন অভিযোগ তুলতে দেখা যায় সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের, তবে শুধু অভিযোগ নয়, এবার তার সরাসরি প্রমাণ পাওয়া গেল।

ছাত্ররা যে কত দুঃসাহসিক হয়ে থাকে তার উদাহরণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুরে (East Medinipur)। সেখানকার দীঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চশিক্ষা বিদ্যালয়ের (Debendra Lal High School) এক পড়ুয়া যেভাবে একজন শিক্ষককে (Teacher) স্কুলে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন তা রীতিমত উদ্বেগজনক। ছাত্রের শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়টি ক্যামেরাবন্দি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তড়িৎ-এর গতিতে ভাইরাল হয়ে যায়।

ঘটনার সূত্রপাত, ওই স্কুলের মুস্তাকিন নামে এক ছাত্র স্কুলে আসতে দেরি করে। এর পাশাপাশি এক ছাত্রীকে উত্তপ্ত করে সে। স্কুলের শিক্ষক নন্দ বাবু এই ঘটনার প্রতিবাদ করে তাকে ক্লাসে ঢুকতে দেননি। এরপরই স্কুলের স্টাফ রুমে ওই ছাত্রকে ডেকে পাঠালে ওই ছাত্র সরাসরি ওই শিক্ষককে হুমকি দেন। হুমকি দিয়ে বলেন বাইরে বেরোলে, দেখে নেবে। গোটা দিঘা এলাকা তার হাতের মুঠোয়।

ওই ছাত্র যেমন বলেছিল ঠিক সেই রকমই ঘটনা ঘটায় পরে। যখন স্কুলের শিক্ষক নন্দ বাবু বাইরে বের হন সেই সময় বেশ কয়েকজনকে এনে মারধর করার অভিযোগ তুলেছেন স্কুলের শিক্ষকরা। জানা গিয়েছে ওই শিক্ষক নন্দ বাবু যখন বাসে করে রামনগর থানার সটিলাপুরে বাড়ি ফিরছিলেন সেই সময় স্কুলের কাছে থাকা লেভেল ক্রসিংয়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে মারধর করা হয়।

অভিযুক্ত ওই ছাত্র রতনপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় প্রহৃত শিক্ষক নন্দগোপাল পাত্র ঘটনাটি স্কুলে জানানোর পর বিষয়টি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সবাই ওই পড়ুয়ার উপযুক্ত শাস্তির দাবি করেছেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের নিরাপত্তার জন্য পুলিশি প্রিকেট বসানো হয়েছে।