এক টিকিটেই ঘুরে দেখা যাবে কলকাতার এই ২১টি দর্শনীয় স্থান, ব্যবস্থাপনা রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জায়গায়। শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ভ্রমণপ্রেমী মানুষদের বিভিন্ন জায়গায় ছুটে যেতে। ভ্রমণপ্রেমী মানুষদের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে এবার রাজ্যের পর্যটন দপ্তর কলকাতা ঘুরে দেখার ক্ষেত্রে একেবারে নয়া ব্যবস্থাপনা করলো।

রাজ্যের পর্যটন দপ্তরের তরফ থেকে কলকাতা ঘুরতে আসা পর্যটকদের জন্য এমন এক ব্যবস্থা করল যাতে আর তাদের বারবার টিকিট বুকিং করতে হবে না। কলকাতায় আগত পর্যটকরা একবার টিকিট বুকিং করেই কলকাতায় থাকা ২১ টি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র এই ঘোষণা করার পাশাপাশি পর্যটকদের খরচ অনেক কমবে বলে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, এর পাশাপাশি ওই একটি টিকিটেই নিকো পার্কে রাইডে চড়া থেকে শুরু করে সাইন্স সিটির বিজ্ঞান চর্চা করাও যাবে। এক্ষেত্রে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করেই সব পরিষেবা পাবেন পর্যটকরা। ঘুরে দেখার এই তালিকায় ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি থেকে ভিক্টোরিয়া। ২১টি জায়গা ঘুরে দেখতে খরচ হবে মাত্র ৪৯৫ টাকা। টিকিট বুকিং করার পর সেই টিকিটের মেয়াদ থাকবে সাত দিন।

যে সকল জায়গায় ঘুরে দেখা যাবে সেগুলি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, নেতাজি ভবন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, সায়েন্স সিটি, নিকোপার্ক, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম, ইকোপার্ক, আলিপুর মিউজিয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, গান্ধী আশ্রম, নাট্যশোধ সংস্থা।

এছাড়াও রয়েছে কলকাতা পোর্ট মেরিটাইম হেরিটেজ মিউজিয়াম, স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম এবং কলকাতা পুলিশ মিউজিয়াম। এছাড়াও জানা যাচ্ছে দর্শনীয় স্থানগুলির এই তালিকায় খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে চিড়িয়াখানা এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই দুটি স্থান যুক্ত হলে দর্শনীয় স্থানের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩। এই সকল টিকিট আবার অনলাইনেও বুক করার ব্যবস্থা রয়েছে।