‘দয়াকরে কেউ জুতো ছুঁড়বেন না’, পুজো মন্ডপে পার্থকে দেখে জুতো ছোঁড়ার হিড়িক

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেফতার হওয়ার পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং তার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা নগদ। এই ঘটনার পর নিয়োগ ব্যবস্থায় দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে পড়েছিল তা নিয়েই উঠছে বিভিন্ন দাবি-দাওয়া।

রাজ্যে শিক্ষক নিয়োগের ঘটনায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে নিয়েই এবার সরস্বতী পূজোয় অভিনব থিমের আয়োজন করা হয়েছে কাকুড়গাছি রেল ব্রিজ সংলগ্ন সরস্বতী পুজো। যেখানকার থিম হলো ‘বঙ্গে বিক্রি বিদ্যা’। এই থিমের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।

এই থিমে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অর্পিতা মুখোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে, রক্তমাংসের পরিবর্তে মাটি দিয়ে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে দেখে আবারও জুতো ছোড়ার ঘটনা ঘটলো। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যখন তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রথম এক মহিলা তাকে দেখে জুতো ছোড়েন। সেই ঘটনায় কম হইচই হয়নি।

তবে সেই ঘটনা দেখতে দেখতে পাঁচ মাস পার হয়ে গেলেও সরস্বতী পুজোয় নতুন করে জুতো খেতে হল পার্থ চট্টোপাধ্যায়কে সরস্বতী পুজোর থিমে। পুজোর আগের দিন রাতেই জুতো ছোড়ার এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা কে ঘটালেন তা সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার কাজ চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে জুতো ছোড়ার এমন হিড়িক দেখে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে একটি পোস্টার সাঁটাতে বাধ্য হয়েছেন। যে পোস্টারে লেখা হয়েছে ‘দয়া করে কেউ জুতো ছুড়বেন না। এটি একটি মূর্তি। আসল মানুষ নহে। শুধুমাত্র একটি প্রতীকী মূর্তি।’