পর্যটকদের জন্য দুর্দান্ত সুখবর! ভিস্তাডোম ট্রেনে চড়েই যাওয়া যাবে কোচবিহার

নিজস্ব প্রতিবেদন : রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের পাহাড়ের টানে পর্যটকদের আসতে দেখা যায়। পর্যটকদের এই পাহাড়ের টানের কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের তরফ থেকে ভিস্তাডোম ট্রেন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হলো। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে চলছে একটি ভিস্তাডোম ট্রেন।

নিউ জলপাইগুড়ি থেকে যে ভিস্তাডোম ট্রেনটি চালানো হচ্ছে সেই ট্রেনটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। ব্যাপক এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে উত্তর-পূর্ব রেলের তরফ থেকে নতুন পরিকল্পনার চিন্তাভাবনা করা হয়েছে। তাদের এই নতুন পরিকল্পনা অনুযায়ী নিউ জলপাইগুড়ি থেকে যে ভিস্তাডোম ট্রেনটির রওনা দেয় তার যাত্রাপথ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব রেলওয়ের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই ভিস্তাডোম ট্রেনটি আলিপুর জংশনের পরিবর্তে নিউ কোচবিহার স্টেশন পর্যন্ত চালানো হবে। এমনই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক দিলীপ কুমার সিং। যদিও ঠিক কবে থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে তা জানা যায়নি।

তবে প্রবন্ধক দিলীপ কুমার সিংয়ের কথা অনুযায়ী, টুরিস্ট স্পেশাল ভিস্তাডোম ট্রেনটির চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। এছাড়াও এই চাহিদার কথার মাথায় রেখে এই ট্রেনটি আগে যেখানে সপ্তাহে দুদিন চালানো হতো সেই জায়গায় এখন প্রতিদিন চালানো হয়।

নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেওয়া এই ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনটিতে ৪৪টি আসন রয়েছে। তবে এর চাহিদা এখন এতটাই বেড়েছে যে শয়ে শয়ে মানুষ ওয়েটিং লিস্টে রয়েছেন। ৮৪০ টাকা খরচে এই ট্রেনের চড়ে পাহাড়ের ৩৬০ ডিগ্রী ভিউ উপভোগ করার পাশাপাশি রয়েছে রেলের রাজকীয় পরিষেবা। এখন এই ট্রেনটি যদি কোচবিহার পর্যন্ত যায় তাহলে জঙ্গল পথে সহজেই আনন্দ উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে কোচবিহার।