পাঁচ হাতি আর গ্রাম্য পরিবেশে অগ্নিনির্বাপণ বিভাগের বিশ্বকর্মা পুজো

দীপক কুমার দাস : আজ বিশ্বকর্মা পূজা। প্রতিবছরের মতো এবারও চমক দিতে চলেছে সিউড়ির অগ্নিনির্বাপণ বিভাগ। পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ জরুরী পরিষেবা রিক্রিয়েশন ক্লাবের এবারের থিম গ্রাম বাংলা।

দ্বিতল চালাঘরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। মন্ডপের মাঝখানে ধানের গোলা থাকছে। দুপাশে ভাদু নাচের দৃশ্য মাটির পুতুলের সাহায্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানের প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্য। পাঁচটা হাতির উপর ব্রম্ভারূপী বিশ্বকর্মা।

পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। অগ্নিনির্বাপণ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক পার্থ রায় বলেন, “পুজোর দিন প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় জীবন্ত স্ট্যাচু থাকবে পুজোর আর্কষন বাড়াতে। পুজোর পরের দিন বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”