Vodafone গ্রাহকদের দারুন অফার! মাসে ৩৫ টাকা রিচার্জ ছাড়াই করতে পারবেন ফোন

নিজস্ব প্রতিবেদন : গতবছর এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মত টেলিকম সংস্থাগুলি নিজেদের লোকসান আটকাতে প্রতি মাসে গ্রাহকদের ন্যূনতম ৩৫ টাকা রিচার্জে নিয়ম নিয়ে আসে। যে নিয়মে রীতিমতো চাপে পড়ে যায় গ্রাহকরা। আর বর্তমান এই নিয়ম অনুসারে মাসে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ না করলে শেষ হয়ে যায় সিমের ভ্যালিডিটি। এমনকি বেশি দিন রিচার্জ না করলে বন্ধ হয়ে যায় ইনকামিং থেকে সিমের পরিষেবাও।

তবে এবার ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য নূন্যতম এই ৩৫ টাকা রিচার্জের ক্ষেত্রে বেশ কিছুটা রেহাই দিয়েছে। ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য ভ্যালিডিটি সহ ফুল টকটাইমের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে। যাতে করে ভোডাফোন গ্রাহকরা এই মুহূর্তে অনেকটাই স্বাধীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অক্টোবর মাসে জিও IUC চার্জ ঘোষণার পর থেকেই অন্যান্য টেলিকম সংস্থাগুলি উঠে পড়ে লেগে যায় জিওকে কোণঠাসা করার জন্য। প্রথমেই ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল ও আইডিয়া ঘোষণা করে তাদের গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য কোনো রকম আলাদা করে চার্জ দিতে হবে না যদি আনলিমিটেড কোন প্যাক রিচার্জ করা থাকে। আর এদিক থেকে একটু এগিয়ে ভোডাফোনের একের পর এক রিচার্জ প্ল্যান ঘোষণা।

ভোডাফোন বাজারে নিয়ে এসেছে ২০ টাকা, ৩০ টাকা এবং ৫০ টাকার তিনটি চার্জ প্ল্যান। যেগুলির যেকোনো একটি রিচার্জ করলেই ফুল টকটাইমের সাথে পাওয়া যাবে ভ্যালিডিটি। অর্থাৎ এবার থেকে ভোডাফোন গ্রাহকদের সিম বাঁচিয়ে রাখা অথবা ভ্যালিডিটি বজায় রাখার জন্য ৩৫ টাকা মাসিক রিচার্জ বাধ্যতামূলক নয়।