সুখবর, সপ্তাহান্তে ইন্টারনেট রোল ওভারের সময়সীমা বাড়ালো Vodafone

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Vodafone-Idea (Vi)-র গ্রাহকদের জন্য সুখবর। সংস্থার তরফ থেকে গ্রাহকদের জন্য weekend অর্থাৎ সপ্তাহান্তে ডেটা অর্থাৎ ইন্টারনেট রোল ওভারের যে স্কিম আনা হয়েছিল, সেই স্কিমের মেয়াদ বাড়ানো হলো। জানুয়ারি মাসের মাঝেই এই অফার শেষ হয়ে যাওয়ার ঘোষণা আগে করা হলেও বর্তমানে নতুন ঘোষণা জানানো হয়েছে এই অফার চলবে এপ্রিল মাসের ১৭ তারিখ পর্যন্ত।

Advertisements

Advertisements

এই ডেটা রোল ওভারের অফারের মাধ্যমে Vodafone-Idea (Vi) গ্রাহকরা তাদের সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা বা ইন্টারনেট সপ্তাহের শেষে শনি এবং রবিবার ব্যবহার ব্যবহার করার সুযোগ পান। এতে গ্রাহকদের সুবিধা এটাই, দৈনিক ডেটার যে কোটা থাকে সেই কোটা সম্পূর্ণ করতে না পারলেও তার পরে শেষ করার সুযোগ পান। যাতে গ্রাহকদের সুবিধা বাড়ার পাশাপাশি লোকসানের মুখও দেখতে হয় না।

Advertisements

সোমবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত Vodafone-Idea (Vi) গ্রাহকরা তাদের কোটা থেকে যতটা ডেটা বাঁচিয়ে রাখতে পারবেন সেই ডেটা তারা খরচ করার সুযোগ পান শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের অবশ্যই ন্যূনতম ২৪৯ টাকার রিচার্জ বহন করতে হবে।

সংস্থার তরফ থেকে দেওয়া শর্ত অনুযায়ী যে সমস্ত গ্রাহকরা ২৪৯ টাকা, ২৯৯ টাকা, ৩৯৯ টাকা, ৪৪৯ টাকা, ৫৯৫ টাকা, ৫৯৯ টাকা, ৬৯৯ টাকা, ৭৯৫ টাকা এবং ২,৫৯৫ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করে থাকেন সেই সমস্ত গ্রাহকরা এই বিশেষ অফারের সুবিধা পাবেন।

Advertisements