একলাফে ৪২%, দেখে নিন Vodafone-এর নতুন ট্যারিফ রেট

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাস থেকে সব মোবাইল সংস্থার মাসুল বাড়ানোর ঘোষণা আগেই ছিল। আর তা কার্যকরী হওয়ার কথা ছিল ১লা ডিসেম্বর থেকে। তবে তা কার্যকরী হতে চলেছে ৩রা ডিসেম্বর থেকে। সবার আগে ভোডাফোন জানিয়ে দিল, তাদের গ্রাহকদের আগামী ৩রা ডিসেম্বর থেকে নতুন হারে চার্জ দিতে হবে।

নতুন ট্যারিফ রেটের জন্য ভোডাফোন আনলো ২, ২৮, ৮৪, ৩৬৫ দিনের জন্য আলাদা আলাদা প্ল্যান। নতুন ট্যারিফ রেটের বিস্তারিত বিবরণ জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সব মিলিয়ে গ্রাহকদের খরচ বাড়ছে ৪২ শতাংশ পর্যন্ত।

৪৯ টাকা – টকটাইম ৩৮ টাকা, কলরেট ২.৫ প/সে, ২৮ দিন।

৭৯ টাকা – টকটাইম ৬৪ টাকা, কলরেট ১প/সে, ২৮ দিন।

১৪৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস।

২৪৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

২৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৩৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট), ২৮ দিন, ৩ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৩৭৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ৬ জিবি ডেটা, ১০০০ এসএমএস।

৫৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৬৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট), ৮৪ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

১৪৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট), ৩৬৫ দিন, ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএস।

২৩৯৯ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট), ৩৬৫ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

সংস্থার লোকসানের পরিমাণও ক্রমশ বেড়েই চলার ফলে চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্টে ভোডাফোন-আইডিয়ার মোট ক্ষতির পরিমাণ ৫০,৯২১ কোটি টাকা দাঁড়ায়৷ এর পরেই সংস্থার পক্ষে জানানো হয় ডিসেম্বর থেকে দাম বাড়িয়ে ট্যারিফ বদল করা হবে।