ফের Vodafone-এর ভারত থেকে ব্যবসা গোটানো নিয়ে শুরু জল্পনা

নিজস্ব প্রতিবেদন : আর্থিক সংকটে জেরবার টেলিকম সংস্থা ভোডাফোন। ৪০ হাজার কোটি টাকা ঋণের বোঝা রয়েছে ভোডাফোনের ঘাড়ে। চড়া ট্যাক্স আর অন্যান্য চার্জ বন্ধের দাবি করেছে তারা। আর তেমনটা নাহলে ভারত থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে পারে ভোডাফোন।

টেলিকম সংস্থাটির চিফ এগজিকিউটিভ নিক রিড কার্যত ভারতে তাদের ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চিত বলেই ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, ভারতে দীর্ঘ দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে তাঁদের ব্যবসা। তাঁর কথা অনুযায়ী, “নিয়মে অসহযোগিতা, চড়া কর এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের রায় আমাদের বিরুদ্ধে গিয়েছে। ফলে বিপুল আর্থিক বোঝা চাপছে।”

ভারতীয় টেলিকম বাজারে জিও আসার পর টেলিকম সংস্থাগুলির মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতায় লক্ষ লক্ষ গ্রাহক হারাতে হয় ভোডাফোনকে, এমনকি তার পার্টনার সংস্থা আইডিয়াও লক্ষ লক্ষ গ্রাহক হারায়। ভোডাফোনের এমত অবস্থায় কোনভাবেই লাভের মুখ দেখছে না। ভোডাফোন তাদের ঋণদাতাদের ঋণের বোঝা কমানোর জন্য আবেদন করেছে বলেও টেলিকম সেক্টরে গুঞ্জন। আর এই গঞ্জনকে মান্যতা দিলো ভোডাফোনের সিইও নিক রিড।

প্রসঙ্গত, ২৫ শে অক্টোবর সুপ্রিম কোর্ট লাইসেন্স ফি ও স্পেক্ট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন ও আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বকেয়া টাকা দ্রুত মেটানোর কথা বলে। সুপ্রিম কোর্টের এই রায় আরও বিপাকে ফেলে ভোডাফোনকে। কারণ এই রায় মানতে হলে ভোডাফোনকে আগামী তিন মাসের মধ্যে দিতে হবে প্রায় ৩৯০০০ কোটি টাকা।

সূত্রের খবর এও যে, চলতি অর্থবর্ষের প্রথম অর্ধে ভোডাফোন গোষ্ঠী প্রায় ১৯০ কোটি ইউরো লোকসান হয়েছে। ভারতে তাদের যৌথ উদ্যোগ সংস্থা ভোডাফোন আইডিয়া গত বছর পথ চলা শুরুর পর থেকেই টানা লোকসানে চলছে।