Vodafone কি বন্ধ হতে চলেছে! ব্যবসা গুটিয়ে ছাড়তে চলেছে দেশ! জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ক্ষতির কারণে ভোডাফোন তাদের ব্যবসা ভারত থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। টেলিকম দুনিয়ায় এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, শেষমেষ ভোডাফোন তাতে সিলমোহর দিয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় টেলিকম বাজারে জিও আসার পর টেলিকম সংস্থাগুলির মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতায় লক্ষ লক্ষ গ্রাহক হারাতে হয় ভোডাফোনকে, এমনকি তাদের পার্টনার সংস্থা আইডিয়াও লক্ষ লক্ষ গ্রাহক হারায়। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোডাফোন এই মুহূর্তে কোনভাবেই লাভের মুখ দেখছে না। ভোডাফোন তাদের ঋণদাতাদের ঋণের বোঝা কমানোর জন্য আবেদন করেছে বলেও টেলিকম সেক্টরে গুঞ্জন।

যদিও ভোডাফোন বুধবার একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, তারা লাভের মুখ না দেখলেও কারোর কাছে ঋণ কমানোর জন্য আবেদন করেনি। বরং ঋণদাতাদের বকেয়া টাকা মিটিয়ে সব মিটিয়ে দেওয়ার দাবি করেছে তারা।

অন্যদিকে ২৫ শে অক্টোবর সুপ্রিম কোর্ট লাইসেন্স ফি ও স্পেক্ট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন ও আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বকেয়া টাকা দ্রুত মেটানোর কথা বলে। সুপ্রিম কোর্টের এই রায় আরও বিপাকে ফেলে ভোডাফোনকে। কারণ এই রায় মানতে হলে ভোডাফোনকে আগামী তিন মাসের মধ্যে দিতে হবে প্রায় ৩৯০০০ কোটি টাকা।

টেলি বিশেষজ্ঞদের মতামত, ভোডাফোনের এ মতো আর্থিক অবস্থায় তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা খুবই কষ্টকর। যদিও এ বিষয়ে বিভিন্ন সংবাদ সংস্থা এবং আইএএনএস ভোডাফোনের সাথে যোগাযোগ করলে ভোডাফোনের তরফ থেকে সঠিকভাবে কোনো সদুত্তর দেওয়া হয়নি। আর যার পরেই বাড়ছে আরও জল্পনা।