ভোটার আইডি কার্ডের সঙ্গে হবে আধার লিঙ্ক, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : নির্বাচন প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে এবার ভোটার আইডি কার্ডের সঙ্গে হবে আধার লিঙ্ক। কেন্দ্র সরকারের তরফ থেকে গত বুধবার ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাবিত সংশোধনী আইনে মঞ্জুরি দিয়েছে। এছাড়াও নতুন যে বিল আনা হচ্ছে তাতে প্রাপ্ত বয়স্কদের বছরে চারবার ভোটার তালিকায় নাম লেখানোর সুযোগ করে দেওয়া হবে।

ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ভোটারদের যেতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। https://voterportal.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে ভোটারদের নিজের মোবাইল নম্বর/ইমেল আইডি/ ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগইন করতে হবে।

এরপর ভোটারদের নিজেদের রাজ্যের নাম, জেলার নাম, ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ, বাবার নাম সহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্তকরণ হবে। এই সকল বিবরণ দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে যদি সরকারি নথির সঙ্গে আপনার দেওয়া নথি মিলে যায় তাহলে বিবরণ আপনার সামনে স্ক্রিনে দেখা যাবে।

এরপর একটি পপ-আপ খুলবে যেখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ইমেল আইডি, নাম, ঠিকানা দিতে হবে। এই সকল সমস্ত বিবরণ সঠিকভাবে দেওয়ার পর পুনরায় একবার যাচাই করে সাবমিট করে দিতে হবে।

এর পাশাপাশি এসএমএস-এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে। এসএমএস-এর মাধ্যমে আধার লিঙ্ক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (ভোটার আইডি নম্বর) (স্পেস) (আধার নম্বর) টাইপ করে পাঠিয়ে দিতে হবে ১৬৬ বা ৫১৯৬৯ নম্বরে।

অনলাইন অথবা এসএমএস ছাড়াও ফোন কলিং করেও ভোটার কার্ডের সঙ্গে করা যাবে আধার লিঙ্ক। এর জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর থেকে কল সেন্টারে ফোন করতে হবে। যেকোনো কাজের দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১৯৫০ নম্বরে কল করে এই সুবিধা লাভ করা যেতে পারে।