‘মমতাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা’, দৃঢ়কণ্ঠে ভবিষ্যদ্বাণী কপিলমুনি আশ্রমের মহান্তের

নিজস্ব প্রতিবেদন : তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে পাঠানোই হলো তৃণমূলের এখন মূল লক্ষ্য। এই লক্ষ্যকে পূরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আশায় বুক বাঁধছেন আপামর তৃণমূল কর্মী সমর্থকরা। এবার এই আশাকে আরও জাগ্রত করলেন কপিল মুনি আশ্রমের মহান্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তিন দিনের জন্য রয়েছেন গঙ্গাসাগর সফরে। মঙ্গলবার সেখানে পৌঁছেই প্রথমে পুজো দেন কপিলমুনি আশ্রমে। এখানে পুজো দেওয়ার পর তাঁর পাশে দাঁড়িয়ে এই দৃঢ় কন্ঠে ভবিষ্যদ্বাণী করতে দেখা গেল কপিলমুনি আশ্রমের মহান্ত জ্ঞানদাস মহান্তকে। তিনি তার ভবিষ্যদ্বাণীতে জানিয়ে দিলেন, ‘মমতা বন্দোপাধ্যায়কে কেউ প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকাতে পারবেন না।’

এই ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই আশাও প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী হওয়া থেকে মমতাকে কেউ রুখতে পারবে না। তাঁকেই প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা।”

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল হিসাবে তৃতীয়বার প্রত্যাবর্তন করার পর থেকেই তৃণমূল কেন্দ্র দখলের লক্ষ্যে নেমেছে। সেই লক্ষ্যে নেমে তারা ইতিমধ্যেই একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বৃদ্ধি করছে। এমত অবস্থায় কপিল মুনি আশ্রমের মহান্তের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক বলেই মনে করছে শাসক দল তৃণমূল। তাদের মতে, জ্ঞানদাস মহান্তর এহেন মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদই।

এদিন বিকাল বেলায় কপিল মুনি আশ্রম থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। যেখানে বক্তব্য রাখার সময় মেলার পবিত্রতা প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নালিশ শোনা যায় তার কণ্ঠে। তার অভিযোগ, গঙ্গাসাগর মেলাকে বারংবার জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। কপিল মুনি আশ্রম থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন চলে যান ভারত সেবা সংঘ এবং সেখানে পুজো দেন।