জলের দাবিতে পথ অবরোধে দুবরাজপুরের বাসিন্দারা

লাল্টু : বিগত ৭ দিন ধরে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৭, ১০ ও ১১ নং ওয়ার্ডে পানীয় জল না মেলায় অবশেষে আজ ওই এলাকার বাসিন্দারা সকালে কামারশাল মোড়ে ধর্মরাজ মন্দিরে কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। জলের দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, “জল দাও, রাস্তা নাও। বিগত দিন সাতেক ধরে জল না পাওয়ায় তাদের এ পাড়া ছেড়ে অন্য পাড়ায় যেতে হচ্ছে জল আনতে। আবার অন্য পাড়ার মানুষরা জল নিতে বাধাও দিচ্ছেন। বলতো চরম সমস্যায় তারা।” ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ঘন্টাখানেক পথ অবরোধ হয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশ্বাস দেন সমস্যার দ্রুত সমাধানের। তারপরই এলাকার উত্তেজিত জনতা তাদের অবরোধ তুলে নেয়।

জলের সমস্যা নিয়ে এসডিও (সদর) রাজীব মন্ডল জানান, “পানীয় জলের পাইপের সংস্কার এবং বিস্তৃতিকরণ বাড়ানোর জন্য জল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারন মানুষদের। এ বিষয়ে আমরা আগে আগাম ঘোষণা করেছিলাম। তারপরেও এই সমস্যা হওয়ায় আজ তারা পথ অবরোধের নেমেছিলেন। তবে জলের পাইপ সংস্কারের কাজ প্রায় সম্পূর্ন, আশা করা যায় আগামী ২-৩ দিনের মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক হবে।”