এখনই লোকসভা নির্বাচন হলে কটি আসন মিলবে, বঙ্গ বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এখনো সমানভাবে চলছে বিজেপি হওয়া। সদ্যসমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সেটাই প্রমাণ দেয়। পাঞ্জাব বাদে বাকি প্রতিটি রাজ্যে বিজেপির রমরমা। স্বাভাবিকভাবেই এমত অবস্থায় প্রশ্ন উঠছে, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে পশ্চিমবঙ্গে কতগুলি আসন পাবে বিজেপি?

এই নিয়ে বঙ্গ বিজেপির যে আভ্যন্তরীণ রিপোর্ট রয়েছে তাতে বঙ্গ বিজেপির জন্য বর্তমান সময় মোটেই ভালো নয়। দেশজুড়ে বিজেপির হাওয়া থাকলেও বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া থিতিয়ে যেতে শুরু করেছে। দুর্বল হয়েছে নিচুতলার সংগঠন। বিভিন্ন জেলার দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পার্টির কাছে যে রিপোর্ট রয়েছে তাতেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিজেপির রাজ্যজুড়ে সংগঠন একেবারে দুর্বল হয়ে পড়েছে তা স্পষ্ট সদ্য সমাপ্ত হওয়ার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেই। কারণ এই নির্বাচনে রাজ্যের ১০৮টি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের প্রার্থী দিতে পারেনি বিজেপি। আবার যে সকল জায়গায় প্রার্থী দেওয়া হয়েছিল তার মধ্যে অনেক ক্ষেত্রেই প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। এক্ষেত্রে স্পষ্ট সংগঠন দুর্বল হওয়ার কারণেই তারা হয়তো সাপোর্ট পায় নি।

এই পরিস্থিতিতে যদি বিজেপি তাদের সংগঠন মেরামত না করে তাহলে ২৪ শের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সাফল্য পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। যদিও এই রিপোর্ট সামনে আসার পরই নড়েচড়ে বসেছে টিম সুকান্ত। এর পরিপ্রেক্ষিতে বড় কোনো ইস্যু না এলে আপাতত বড় কোন আন্দোলনের পথে নামবে না বিজেপি আগামী কয়েক মাস। বড় আন্দোলনে নামার আগে বিজেপি বসে পড়া অথবা নিষ্ক্রিয় হয়ে পড়া কর্মীদের চাঙ্গা করতে চাইছে।

বঙ্গ বিজেপির এই আভ্যন্তরীণ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বিজেপি যে ঝড় তুলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে ১৯টি আসন তাদের দখলে এসেছিল, এই মুহূর্তে এখনই যদি লোকসভা নির্বাচন হয়ে থাকে তাহলে তার অর্ধেক আসন ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে। সে যতই মোদি মুখ হোক না কেন।