ফের কাজের দিশা দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে তৈরি হবে সাইকেল হাব

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা অগণিত। তবে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের প্রত্যাবর্তনের পর এই সকল বেকার যুবক যুবতীদের জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। কখনো রাজ্যে শিল্প টানতে করা হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, আবার কখনো নতুন নতুন হাব। সেই রকমই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কর্মসংস্থানের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবারের এই প্রশাসনিক বৈঠক যেন ছিল কর্মসংস্থানের দিশা দেখানোর সভা। এই বৈঠকে কর্মসংস্থানের একাধিক দিশা দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যে সাইকেল হাব করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের ৭৮.৯ শতাংশ পরিবারের কাছে রয়েছে সাইকেল। এই পরিসংখ্যান গোটা দেশের মধ্যে সর্বাধিক।

এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে সরকারি প্রকল্প সবুজ সাথীর সফলতার কথা উল্লেখ করা হচ্ছে। তবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আফসোস, রাজ্যে এত সংখ্যক সাইকেল দেওয়া হয় অথচ রাজ্যের কোথাও সাইকেল তৈরির কারখানা নেই। মুখ্যমন্ত্রী জানান, একটি কারখানা ছিল তাও আবার এখন ধুঁকছে।

এরই পরিপ্রেক্ষিতে এ দিন এই প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব।’ সেখানে এই সাইকেল হাব তৈরি করা হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে বলেও আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রশাসনিক বৈঠকের উপস্থিত ছিলেন পাঁচ জন শিল্পপতির। যাদের মধ্যে একজনকে খড়্গপুরের শিল্প পার্কে জমি দেওয়া হচ্ছে সাইকেল হাব করার জন্য।

পশ্চিমবঙ্গে এতসংখ্যক পরিবারে সাইকেল থাকার কারণ হিসেবে সরকারি প্রকল্প সবুজ সাথীকে মনে করা হচ্ছে। এই প্রকল্প শুরু হয় ২০১৫ সাল থেকে। এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত এক কোটির বেশি সাইকেল বিতরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।