সহজেই Ration কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্ক, এসে গেল নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে প্রতিটি উপভোক্তাকে তাদের রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার লিঙ্ক (Aadhaar Card Link) করানো আবশ্যিক। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত বিপুল সংখ্যক উপভোক্তারা তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নি।

রাজ্য সরকারের তরফ থেকে এই আধার লিঙ্ক করানোর জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসনকে ৩০ নভেম্বর পর্যন্ত একটি ডেডলাইন দিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এর পাশাপাশি রেশন দোকানের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না হলে রেশন সামগ্রী তারা দিতে পারবেন না।

এমত অবস্থায় রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য বেশ কয়েকটি সহজ পদ্ধতি এনেছে। সেই সকল সহজ পদ্ধতি ছাড়াও সম্প্রতি একটি অ্যাপ আনা হয়েছে, যাতে উপভোক্তারা সহজেই বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন।

রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে আনা সেই অ্যাপটি হলো ‘Khadya Sathi Aamar Ration’। গুগল প্লে স্টোরে অ্যাপ (App) উপলব্ধ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে উপভোক্তারা সহজেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পাশাপাশি আরও একাধিক সুবিধা পাবেন।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ছাড়াও এই অ্যাপে যে সকল সুবিধা রয়েছে সেগুলি হল ই-রেশন কার্ড ডাউনলোড, রেশন দোকান পরিবর্তনের আবেদনের ব্যবস্থা, ভর্তুকিহীন রেশন কার্ডের আবেদন ব্যবস্থা, বিয়ের পর রেশন দোকান পরিবর্তন, রেশন কার্ডের ভর্তুকি ছেড়ে দেওয়ার ব্যবস্থা, মৃত অথবা এই রাজ্য থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এমন ব্যক্তিদের রেশন কার্ড সারেন্ডার করার ব্যবস্থা ইত্যাদি।

এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে যে সকল পরিষেবা দেওয়া হয় থাকে সেগুলি হল রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস জানার ব্যবস্থা, রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য পরিষেবা, নিকটবর্তী রেশন দোকানের খোঁজ, নিকটবর্তী কেরোসিন দোকানের খোঁজ ইত্যাদি।