রাজ্যের পরামর্শে বদল ঘটতে পারে ব্যাঙ্কিং পরিষেবায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই সংক্রমণ ঠেকাতে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় সপ্তাহে দুদিন পুরো লকডাউন করার। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে কোন কোন জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। আর এমত অবস্থায় সংক্রমণ ঠেকাতে রাজ্যের ব্যাঙ্কগুলিকে তাদের পরিষেবায় বেশকিছু রদবদলের পরামর্শ দিল রাজ্য সরকার।

Advertisements

Advertisements

নবান্নের তরফ থেকে রাজ্যের সমস্ত ব্যাঙ্ককে পরামর্শ দেওয়া হয়েছে, মাসের প্রত্যেক শনি এবং রবিবার প্রত্যেকটি শাখা বন্ধ রাখার জন্য। এমনিতেই রবিবার প্রতিটি ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে সপ্তাহের প্রথম এবং তৃতীয় শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। তবে এবার মাসের প্রতিটি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কের পরিষেবার সময় কমিয়ে দেওয়ার। সময় কমিয়ে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে সূচি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ৪ ঘন্টা পরিষেবা দেওয়া হোক।

দেশজুড়ে লকডাউন চলাকালীনও কোনরকম ব্যাঙ্ক পরিষেবা বন্ধ রাখা হয়নি। তবে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ না থাকলেও রাজ্যের একাধিক ব্যাঙ্কের ব্যাঙ্ক কর্মীদের করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছে। যে কারণে ব্যাঙ্ক সংগঠনগুলির তরফ থেকে একাধিকবার ক্ষোভ প্রকাশ করা হয় এবং রাজ্য সরকারের কাছে আবেদন রাখা হয় সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলার আর বাকি দুদিন স্যানিটাইজ করার জন্য। এবার রাজ্য সরকারের তরফ থেকে ব্যাঙ্ক সংগঠনগুলির সেই আবেদনকেই মান্যতা দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

Advertisements