বৃষ্টি নেই, ফসলের ক্ষতি, চাষীদের রক্ষা করতে পারে এই রক্ষাকবচ

নিজস্ব প্রতিবেদন : চলতি মরসুমে খাতায় কলমে রাজ্যে বর্ষার আগমন ঘটলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টির দেখা না মেলার কারণে স্বাভাবিকভাবেই ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই ফসলের ক্ষতি থেকে বাঁচার জন্য কি কি উপায় অবলম্বন করা যায় তা নিয়েই ভাবনা-চিন্তা করতে শুরু করেছেন চাষীরা।

তবে এই রকম পরিস্থিতি থেকে চাষীদের রক্ষা করার জন্য অর্থাৎ রক্ষাকবচ হিসাবে চাষীদের পাশে দাঁড়াতে পারে রাজ্যের একটি প্রকল্প। সেই প্রকল্পের নাম হল বাংলা শস্য-বীমা। খরিফ মরসুমে ধান ও ভুট্টা ফসলের ক্ষেত্রে এই বীমা করানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার ফলে ধান ও ভুট্টা চাষীরা এই খরিফ মরসুমে তাদের ফসলের জন্য বীমা করাতে পারবেন।

সম্প্রতি রাজ্য কৃষি দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, চলতি মরসুমে ধান ও ভুট্টা চাষের জন্য বীমা করানোর শেষ তারিখ হল ৩১ আগস্ট। এই বীমা প্রকল্পের ক্ষেত্রে ফসলের প্রিমিয়ামের পুরো টাকা দেবে রাজ্য সরকার। এই বীমা করানো থাকলে ফসল নষ্ট হয়ে গেলেও তার ক্ষতিপূরণ হিসাবে টাকা দেবে রাজ্য সরকার।

নিয়ম অনুসারে কোন চাষীর যদি ৭৫ শতাংশ ফসল নষ্ট হয়ে যায় তাহলে তিনি সর্বাধিক ২৫ শতাংশ ক্ষতিপূরণ পাবেন। পার্বত্য এলাকায় ৭৫ শতাংশ ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ স্বরূপ দেওয়া হয়ে থাকে ৫০ শতাংশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা এই সকল একাধিক সুবিধা দেওয়ার কারণে ক্রমেই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

অফলাইন অথবা অনলাইন দুই পদ্ধতিতেই এই বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করা যায়। অফলাইনে আবেদন করার জন্য স্থানীয় যে সকল কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে আর অনলাইনে আবেদন করার জন্য https://banglashasyabima.net/ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার সময় চাষীদের যে সকল নথি দিতে হবে সেগুলি হল ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং ফসল রোপণের শংসাপত্র।