মাসের এই দিনে রেশন বিলি নয়, ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : নাগরিকদের নূন্যতম অধিকার খাবারের যোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে রয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা স্বল্পমূল্যে বিভাগ অনুযায়ী নাগরিকদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে। বর্তমান করোনাকালে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট একটি দিনে রেশন বিলি না করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার তা নির্দেশিকা আর আকারে রাজ্যের প্রতিটি জেলার খাদ্য দপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই মাস থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি করা হবে না। কারণ হিসাবে ডাটাবেস এন্ট্রির কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

আসলে প্রতিমাসে কত গ্রাহক তাদের রেশন সামগ্রী তুললেন তার একটি তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে হয়। কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেই রয়েছে এই পোর্টাল। এই তথ্য আপলোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের তথ্য আপলোডের ভিত্তিতে পরবর্তী মাসের বরাদ্দ ছাড়া হয়। যে কারণে মাসের শেষ দিনের রেশন বিলি বন্ধ রেখে এই ডাটাবেস আপলোডের কাজ চালাতে চাইছে রাজ্য সরকার।

এই তথ্য আপলোডের ক্ষেত্রে কোনরকম দেরি অথবা ভুল ত্রুটি হলে কতটা সমস্যায় পড়তে হয় তার উদাহরণ নিয়েছে গত বছর পুজোর সময়। যে সময় এক মাসের রেশন বিলি তথ্য পাঠাতে একদিন দেরী করেছিল রাজ্য সরকার। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে এক মাসের রেশন বরাদ্দ করা হয়নি। এর পাশাপাশি রেশন কার্ডের সাথে চলছে আধার লিঙ্ক। যে কারণে এই ভুল আর করতে চায় না রাজ্য সরকার।