স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহার নিয়ে নয়া আচরণবিধি জারি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য পরীক্ষাকেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা আগে থেকেই রয়েছে। তবে এবার শ্রেণিকক্ষেও মোবাইল ব্যবহার নিয়ে নয়া আচরণবিধি জারী করল রাজ্য সরকার।

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার নিয়ে যত মজার আচরণ বিধি জারি করেছে। নতুন এই আচরণ বিধিতে জানানো হয়েছে, শ্রেণীকক্ষ ছাড়াও ল্যাব এবং ল্যাবরেটরীতেও শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মোবাইল ব্যবহার করা যাবে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করোনা পরবর্তী সময়ের দিকে লক্ষ্য রেখে যে ২২ দফা আচরণবিধি জারী করেছিল, তাতেও এই মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে।

স্কুলে ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে কেবলমাত্র শিক্ষাসংক্রান্ত কোন কাজের ক্ষেত্রে। তবে সে ক্ষেত্রে মোবাইল ব্যবহার করার জন্য অবশ্যই ওই শিক্ষক অথবা শিক্ষাকর্মীকে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সেই অনুমোদন অবশ্যই হতে হবে লিখিত আকারে।

এমনকি এখন হাতের কাছে মোবাইল না রেখে ব্লুটুথ, ইয়ারফোন অথবা অন্য কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেও গান শোনা থেকে শুরু করে কথা বলা ইত্যাদি করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকারের এই নির্দেশিকায় এসবের ক্ষেত্রেও লাগাম টানা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে এই ধরনের কোন ডিভাইস গুঁজে কেউ শ্রেণিকক্ষ অথবা শিক্ষার কোন জায়গায় প্রবেশ করতে পারবেন না। শিক্ষা কেন্দ্রে সবার জন্য এই নিয়ম জারি করা হয়েছে।

এই সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। এমন নির্দেশিকা পাঠানো হয়েছে মূলত শিক্ষা দপ্তরের একাধিক শিক্ষক শিক্ষিকাদের ক্লাসরুমে মোবাইল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে। ক্লাস চলাকালীন শিক্ষকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় মজে থাকেন তারা। এই সব অভিযোগ এবং বিতর্কে লাগাম টানতে এই নির্দেশিকা রাজ্য সরকারের।