পড়ুয়াদের জন্য সুখবর, উচ্চশিক্ষা ও চাকরির খোঁজ দিতে আসছে নতুন পোর্টাল

নিজস্ব প্রতিবেদন : যেকোনো পড়ুয়ার ক্ষেত্রেই স্কুল জীবন পর্যন্ত একটি বাঁধাধরা পড়াশোনা এবং তার গণ্ডি থাকে। তবে এই স্কুলজীবন শেষ হওয়ার সাথে সাথেই উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়াশোনা করা হবে, লক্ষ্য কি এসব নিয়ে নানান দ্বিধায় পড়তে দেখা যায় পড়ুয়াদের। এবার এই সকল সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আনা হচ্ছে একটি নতুন পোর্টাল।

উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের সঠিক দিশা দেখানোর সম্ভব হলে চাকরির ক্ষেত্রেও ঠিকঠাক ভাবে এগিয়ে যান এই পড়ুয়ারা। যে কারণে এই পোর্টাল উন্মোচন হওয়ার পর তা পড়ুয়াদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পোর্টালে পরিণত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা রাজ্য সরকারের এই নতুন ভাবনার প্রশংসাও করেছেন।

নতুন এই পোর্টালের মূল লক্ষ্য হলো বহু শিক্ষার্থীরাই সঠিক তথ্যের অভাবে বহু কোর্সের কথা জানতে পারেন না। অচেনা থেকে যায় বিদেশ শিক্ষার প্রাঙ্গণ। এই সকল শিক্ষার্থীদের পাঁচশোর বেশি করে এবং দেশ-বিদেশের চাকরির হদিশ দেওয়া। রাজ্য শিক্ষা দপ্তরের নতুন এই পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘মেধা’ এবং তা উদ্বোধন হবে আগামী অক্টোবর মাসের ৫ তারিখ।

গত সপ্তাহের শুক্রবার এবং শনিবার এই বিষয়ে ভার্চুয়াল আলোচনা ছিল। সেখানেই নতুন এই পোর্টালে এই সকল খুঁটিনাটি তথ্য মিলবে বলে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছেন। এই ঘোষণাকে মান্যতা দিয়ে আগামী মাসেই এই নতুন পোর্টাল উদ্বোধন করা হবে। উদ্বোধন করা হবে পুজোর আগেই।

অন্যদিকে আগামী অক্টোবর মাসেই রাজ্যের স্কুলগুলিতে পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু হচ্ছে পড়ুয়াদের সঙ্গে আধার সংযুক্তিকরণ। এই কর্মসূচির পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আধার সংযুক্তিকরণ করা হবে। এই বিষয়ে ব্রাত্য বসু জানিয়েছেন, পড়ুয়াদের ভ্যাকসিনেশনের উদ্দেশেই নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে।