স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একগুচ্ছ অ্যাডভাইসারি জারি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya sathi) নিয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে রোগীদের ঘুরিয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার (west bengal government)। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর একগুচ্ছ নতুন অ্যাডভাইজারি জারি করেছে। এই অ্যাডভাইজারি মেনে না চললে বাতিল করা হতে পারে হাসপাতালে লাইসেন্স।

১) প্যাকেজ বহির্ভূত খরচ নিচ্ছে অনেক হাসপাতাল বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, স্বাস্থ্য সাথী প্রকল্পে ১৯০০ প্যাকেজ রয়েছে। সেই সকল প্যাকেজের মধ্যে বহির্ভূত খরচ নেওয়া হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে এমনটা করতে পারবে না কোন সরকারি অথবা বেসরকারি হাসপাতাল।

২) জরুরী ক্ষেত্রে মেডিসিন এবং সার্জারির ওপর প্যাকেজ বহির্ভূত ৫০০০ টাকা পর্যন্ত বিল করা যেতে পারে। এর বেশি প্যাকেজ বহির্ভূত বিল করা যাবে না।

৩) সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক করা হবে। এক্ষেত্রে কারোর যদি কাজ না থাকে তাহলে হাসপাতালে সঙ্গে সঙ্গে কার্ড করে দেওয়া হবে।

৪) সরকারি হাসপাতালে ইনডোরে ভর্তি হওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্য সাথী কার্ড অথবা অন্যকোন স্বাস্থ্য প্রকল্পের কার্ড থাকলে তা আওতায় নিয়ে আসা হবে।

৫) এর পাশাপাশি অ্যাডভাইজারিতে বলা হয়েছে কেন্দ্র সরকারের কোন হেলথ স্কিম অথবা ইএসআই কার্ড থাকে তাকেও এর আওতায় আনা হবে।

৬) স্বাস্থ্য সাথী কার্ড আনতে ভুলে গেলেও হাসপাতালে ভর্তি হওয়ার সময় আধার নম্বর ধরে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে ভর্তি করা যাবে এবং এই নির্দেশ মেনে চলতে হবে প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে।