রাজ্য পুলিশে হতে চলেছে বিপুল নিয়োগ, সিলমোহর দিল মমতার মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাকরি নিয়ে সুখবর দেওয়া হল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে নিয়োগ নিয়ে সুখবর দেন।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ৬০০ কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৬০০ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। ৬০০ কনস্টেবল ছাড়াও লেডি কনস্টেবল হিসাবে বিপুল সংখ্যক মহিলা পুলিশ নিয়োগ করা হবে।

নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় গঠন করছে উইনার্স টিম। এর জন্য বিপুল সংখ্যক লেডি কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সে ক্ষেত্রে ২০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়াও গোয়েন্দা পুলিশ হিসাবে আরও ৬০০ জন মহিলা ও পুরুষ পুলিশ নিয়োগ করা হবে।

এর পাশাপাশি স্পেশাল হোমগার্ড হিসাবে ১০৫ জনকে নিয়োগ করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে সূত্র মারফত এই বিপুল সংখ্যক পুলিশ কর্মী নিয়োগের বিষয়ে জানা গেলেও এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে সরকারিভাবে কেবলমাত্র ৬০০ জনকে নিয়োগের ঘোষণা করা হয়েছে।

যে সূত্র এমন বিপুলসংখ্যক পুলিশ কর্মী নিয়োগের দাবি করছে সেই সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের মোট ২০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। উইনার্স টিমের ধাঁচে ১৪৫০ জনকে নিয়োগের ক্ষেত্রে খুব শীঘ্র ছাড়পত্র দেওয়া হবে।