কলকাতা বিমানবন্দর থেকে বিমান পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, নয়া উদ্যোগ রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন পর্যন্ত বিমান চালানোর বিষয়ে উদ্যোগী হলো রাজ্য সরকার। কলকাতা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত বিমান চালানোর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিভিন্ন বার সাওয়াল তুলেছেন। শুধু লন্ডন নয়, পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি বিমান চালানোর জন্য মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে।

এবার এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন। যেখানে এয়ার ইন্ডিয়া ছাড়াও আন্তর্জাতিক বিমান পরিষেবা দিয়ে থাকে এমন একাধিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিমান চালানো নিয়ে রাজ্যের তরফ থেকে দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিনিয়োগ আনার জন্য প্রয়োজন পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা। সেই দিকেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার কথা অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি কলকাতার যোগাযোগ থাকলে শিল্পপতিদের আসতে সুবিধা হবে। যে কারণে লন্ডনের কাছাকাছি ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে সরাসরি বিমান যোগের বিষয়ে সাওয়াল তুলেছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার এই বৈঠক করা হয়।

বিমান পরিষেবা চালু করার পাশাপাশি কলকাতা বিমানবন্দরে কার্গো ব্যবস্থা আরও বৃদ্ধি করার জন্য বিমান সংস্থাগুলি সঙ্গে আলোচনা হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফত। কলকাতা বিমানবন্দর ছাড়াও বাগডোগরা ও অন্ডাল বিমানবন্দরে কার্গো ব্যবস্থা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হয়। এছাড়াও কলকাতা থেকে পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়েও এক দফা আলোচনা হয়েছে।