প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, রইলো গুরুত্বপূর্ণ ৫টি বিষয়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্বঘোষণা মত শুক্রবার নির্ধারিত সময়ে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। চলতি বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, করোনা আবহের কারণে শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা এখনই সরাসরি মার্কশিট হাতে পাবেন না। অনলাইনে ফলাফল দেখা যাবে আর ৩১ শে জুলাই মার্কশিট হাতে পাওয়া যাবে। তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে গেলেও সার্ভারে গন্ডগোল দেখা দেওয়ায় আপাতত ফলাফল দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

Advertisements

Advertisements

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের ১২ তারিখ। শেষ হওয়ার কথা ছিল মার্চ মাসের ২৭ তারিখ। তবে তিনটি পরীক্ষা শেষ হওয়ার আগেই করোনা ভাইরাসের প্রকোপের কারণে স্থগিত করা হয় পরীক্ষা। সেই পরীক্ষা পুনরায় আর নেওয়া সম্ভব হয়নি। সংসদের নির্ধারিত নিয়ম অনুসারে বাতিল হওয়া পরীক্ষার নম্বর দেওয়া হয়। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

Advertisements

২০২০ সালের উচ্চ মাধ্যমিক ফলাফলের গুরুত্বপূর্ণ ৫টি বিষয়

১) মেধা তালিকা প্রকাশ না করলেও চলতি বছর উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০-এর মধ্যে ৪৯৯।

২) ৯০% নম্বর পেয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার বহু পরীক্ষার্থী।

৩) মেধা তালিকা প্রকাশ না হলেও সংসদ সভানেত্রীর ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে, A+ গ্রেড এবং A গ্রেড পেয়েছেন ৩০ হাজার ২২০ জন এবং ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী।

৪) বিজ্ঞান বিভাগে এবছর পাশের হার ৯৮.৮৩%। বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২% এবং কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪%।

৫) চলতি বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.১৩%, যা সর্বকালের রেকর্ড। ছেলেদের পাশের হার ৯০.৪৪% এবং মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি। মোট পাশ করেছেন পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, কোন পরীক্ষার্থীর নম্বর নিয়ে সংশয় থাকলে তাকে ৩১ শে আগস্ট এর মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ করতে হবে। স্ক্রুটিনি এবং রিভিউ অনলাইনে করা যাবে। স্ক্রুটিনির জন্য ৫০ টাকা রিভিউয়ের জন্য ৭৫ টাকা দিতে হবে।

যে সকল ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com, www.jagranjosh.com,www.technoindiagroup.com, www.technoindiauniversity.ac.in, http://tigpublicschool.org, http://abpananda.abplive.in/, www.fastresult.in।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে হলে পরীক্ষার্থীকে টেক্সট মেসেজ করতে হবে ‘WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখতে হবে’। আর সেটিকে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/৫৬৭৬৭৫০/৫৬২৬৩ নম্বরে।

উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ১০ই আগস্ট থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষার্থীকে নির্দিষ্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভর্তি ফি ব্যাঙ্কের মাধ্যমে জমা করতে হবে।

Advertisements