নিজস্ব প্রতিবেদন : শুক্রবার অনলাইনে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় চলতি বছর পাশের হার সর্বাধিক। পাশাপাশি রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর হলো ৪৯৯। অর্থাৎ সর্বোচ্চ নম্বরের অধিকারী পরীক্ষার্থী ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছে। শতাংশের বিচারে নম্বর হলো ৯৯.৮০%। তবে এবছর উচ্চ মাধ্যমিকে কোন রকম মেধাতালিকা প্রকাশ করা হয়নি।
মেধাতালিকা প্রকাশ না করার মূলে রয়েছে বর্তমান দেশের করোনা পরিস্থিতি এবং এই করোনা পরিস্থিতির কারণে সমস্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া। উচ্চমাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই দেশ তথা রাজ্যে করোনা প্রকোপ বৃদ্ধি পায়। যে কারণে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তিনটি পরীক্ষা স্থগিত রাখার। পরে সেই তিনটি পরীক্ষার দু-দুবার দিনক্ষণ ঘোষণা করেও নেওয়া সম্ভব হয়নি। শেষমেষ এই তিনটি পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় যে বিষয়গুলির লিখিত পরীক্ষাতে পরীক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে। প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়গুলির অর্থাৎ বাতিল হওয়া তিনটি বিষয়ের নম্বর দেওয়া হবে।
তবে ফলাফল বের হওয়ার পর বহু পরীক্ষার্থীর অভিযোগ বাতিল হওয়া পরীক্ষাগুলির বিষয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নম্বর দেওয়া হয়েছে। আর এনিয়ে ইতিমধ্যেই বিভ্রাট শুরু হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার্থীদের অভিযোগ এবং প্রশ্ন, যেখানে শিক্ষা দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে বিষয়ের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে পরীক্ষার্থীরা এই নম্বরটিকে বাতিল হওয়া তিনটি বিষয়ের নম্বর হিসাবে ধরা হবে। সেখানে এমন ভিন্নতা কেন?
আর রাজ্য জুড়ে এমন বিভ্রাট ও প্রশ্ন উঠতেই রাজ্য শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খোলা হল হেল্পলাইন। যে হেল্পলাইনে পরীক্ষার্থীরা সরাসরি ফোন অথবা ইমেল করে তাদের যেকোনো প্রশ্ন অথবা অভিযোগ জানাতে পারবে। হেল্পলাইন নম্বরটি হলো ৯৮৫১৯০৫৫২৯। এই নম্বরে সোমবার অর্থাৎ ২০ই জুলাই থেকে পরীক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সরাসরি ফোন করতে পারবেন। অন্যদিকে ইমেল resultinfo2020@gmail.com আইডিতে যেকোনো সময় পরীক্ষার্থীরা তাদের যেকোন প্রশ্ন এবং অভিযোগ ইমেল মারফত জানাতে পারবে।