খরচ কমবে, WBSEDCL বিদ্যুৎ বিলে আসছে আমূল পরিবর্তন, খুশির হওয়া রাজ্যে

নিজস্ব প্রতিবেদন : মানুষের দৈনন্দিন জীবনে এখন বিদ্যুৎ পরিষেবা অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত এখন চলে না মানুষের। তবে এই বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে নিয়ম চালু রয়েছে তাতে অনেক বেশি খরচ করতে হয় তাদের।

WBSEDCL এর আওতায় পশ্চিমবঙ্গে যে সকল জায়গায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়ে থাকে সেখানে প্রতি তিন মাস অন্তর অন্তর বিল পাঠানো হয় গ্রাহকদের। তিন মাস অন্তর অন্তর বিল পাঠানোর ফলে বিলের ইউনিট অনেক বেড়ে যায় এবং ইউনিটের স্ল্যাব অনুযায়ী খরচ বেড়ে যায়।

এছাড়াও তিন মাস অন্তর অন্তর বিল পাঠানোর ফলে গ্রাহকদের এক ধাক্কায় অনেকটা টাকা খরচ করতে হয়। এইসব নানান অসুবিধা কথা মাথায় রেখে এবার বিদ্যুৎ বিলের ক্ষেত্রে WBSEDCL তরফ থেকে আমূল পরিবর্তন আনা হচ্ছে। সেই আমূল পরিবর্তন হলো, আর তিন মাস অন্তর অন্তর নয়, প্রতিমাসেই গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠানো হবে।

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই আমূল পরিবর্তন প্রসঙ্গে জানিয়েছেন, বিভিন্ন এলাকায় গ্রাহকদের সঙ্গে কথা বলে এক্ষেত্রে দু’রকমের মতামত এসেছে। প্রতি মাসে মাসে বিল পাঠানোর নিয়ম পশ্চিমবঙ্গে আপাতত কলকাতার তিনটি ওয়ার্ডে যেখানে WBSEDCL বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে সেখানে পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। এই তিনটি ওয়ার্ড হলো ১১১, ১১২ এবং ১১৪ নম্বর।

এই সকল এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু করা এই বিদ্যুতের বিলের নয়া ব্যবস্থা সফল হলে আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও একই ধরনের নিয়ম চালু হয়ে যাবে। তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল নেওয়া হলে ইউনিট কম হওয়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুতের পিছনে সাধারণ মানুষদের খরচ অনেক কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্রতি মাসে মাসে বিল দেওয়া হলে খরচ অতটা গায়ে লাগবে না আমজনতার।