WBTC AC Bus: জলের দরে কলকাতা থেকে শিলিগুড়ি, AC ভলভো পরিষেবা শুরু করল WBTC

WBTC brings Kolkata-Siliguri AC Volvo at attractive fares: গরমে সবারই মোটামুটি নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে সকলেই চায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। এই তীব্র গরমে কাছাকাছি উত্তরবঙ্গ ভ্রমণ করাই যেতে পারে। আপনি কি ট্রেন কিংবা বিমানের টিকিট পাচ্ছেন না? তাহলে এই প্রতিবেদনটি আপনার ভীষণ কাজের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এসি বাসে (WBTC AC Bus) করে সস্তায় চলে যান কলকাতা থেকে শিলিগুড়ি।

গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে আপনি অল্প দিনে অল্প খরচে ঘুরেই আসতে পারেন নর্থ বেঙ্গল। এখন WBTC নিয়ে এসেছে আকর্ষণীয় পরিষেবা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এসি বাসে (WBTC AC Bus) করে কম খরচে আরামদায়ক ভাবে পৌঁছে যেতে পারেন উত্তরবঙ্গে। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না? ব্যাপারটা কিন্তু একদম সত্যি। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যান এসি ভলভো বাসে।

যাত্রীদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম চালু করেছে এই নতুন পরিষেবা। এই পরিষেবাটি প্রতিদিনের জন্যই চালু করা হয়েছে। বাসটি প্রতিদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে ধর্মতলার এল ২০ বাসস্ট্যান্ড থেকে রওনা হবে শিলিগুড়ির উদ্দেশে। পরের দিন সম্ভবত ভোর ৬ টা ৩০ মিনিটের মধ্যে বাস্তব শিলিগুড়ি পৌঁছে যাবে। আবার নিয়ম করে প্রত্যেক দিন একইভাবে বিকেল ৫ টা ৫০ মিনিটে শিলিগুড়ির বিখ্যাত তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কলকাতার দিকে রওনা হবে এই বাসটি। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এসি বাসের (WBTC AC Bus) মাধ্যমে যাত্রীরা পাবে সুবর্ণ সুযোগ।

আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে এই শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া হয়তো অনেক বেশি হবে? হয়তো সাধারণ মানুষের হাতের বাইরে হবে এই ভাড়া। এই বিলাসবহুল বাসের ভাড়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের নির্দেশ অনুযায়ী, এই বাসে (WBTC AC Bus) উঠতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে মাত্র ১৩৫৫ টাকা। বাসটি যাবে ভায়া এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসত, কৃষ্ণনগর, মালদা, রায়গঞ্জ হয়ে শিলিগুড়িতে।

নর্থ বেঙ্গল এর এই সুবিধাজনক বাসটি বুক করতে হলে আপনাকে wbtconline.com -এই ওয়েবসাইটে যেতে হবে। অবাক হলেও এটি কিন্তু সত্যি। তাই অসহ্য গরমে যখনই অস্বস্তি হবে, তখনই চলে আসুন নর্থ বেঙ্গলের ঠান্ডা হাওয়া খেতে। জীবনের একঘেয়েমি কাটাতে ও একটু শান্তির খোঁজে ঘুরে আসতেই পারেন পাহাড় থেকে। তাই কাঞ্চনজঙ্ঘার হাতছানি আর এগিয়ে যেতে হবে না। চটজলদি বুক করুন বাসটি এবং চলে যান পাহাড়ের শান্ত পরিবেশে।