৫০-৬০ কিমি বেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস ১০ জেলায়

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের তীব্র দাবদাহের পর দিন কয়েক ধরেই পরিবেশ বেশ অনুকূল। দিনভর মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি অস্বস্তিকর পরিবেশে স্বস্তি ফিরিয়ে এনেছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে এমন অনুকূল পরিবেশ আগামী ৭২ ঘন্টা এই আবহাওয়া বজায় থাকবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রয়েছে ৫০-৬০ কিমি গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে একটি অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিরাজ করছে। আর এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকেছে। যার কারণেই এই ঝড়-বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে।

[aaroporuntag]
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।