আজ থেকে ৪ দিন বৃষ্টিতে ভিজতে পারে এই সকল জেলা

নিজস্ব প্রতিবেদন : তীব্র গরমের দাপট শুরু হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। এই দাপট থেকে এখনই মুক্তি মিলবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে, এই মুহূর্তে উত্তর অথবা দক্ষিণবঙ্গের কোথাও উল্লেখযোগ্য কোন ওয়েদার সিস্টেম নেই।

তবে আজ থেকে তিন চার দিন স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশকিছু জেলায়। সেক্ষেত্রে আজ অর্থাৎ ১৭ এপ্রিল সামান্য বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। এর পাশাপাশি আগামীকাল অর্থাৎ ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অল্পবিস্তর বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গে কয়েকদিন ধরে যে বৃষ্টি দেখা দিয়েছিল তা কমে গিয়েছে। স্থানীয়ভাবে কয়েক জায়গায় অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার পাশাপাশি দমকা হাওয়া থাকতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে পশ্চিমের জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টি হলেও তাপমাত্রা নিয়ে অশনিসংকেত দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই গত দুদিন ধরে তাপমাত্রার পারদ পার করেছে ৪০ ডিগ্রি। কোন কোন জেলায় আবার এই তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

অন্যদিকে অল্পবিস্তর বৃষ্টি হলেও আগামী সাত দিন তাপমাত্রার তেমন কোনো ফারাক লক্ষ্য করা যাবেনা বলেও আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পূর্বাভাসে। সেক্ষেত্রে পশ্চিমের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি থাকতে পারে। অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশেপাশে।