বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহের পর গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের দাপট লক্ষ্য করা গিয়েছে। এরই মধ্যে শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর দাপটে নাজেহাল অবস্থা হয় বাসিন্দাদের। অন্যদিকে শনিবারের পর রবিবার রাজ্যেরও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে প্রবেশ করছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর এই প্রবেশের ফলে পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয়বাষ্প। আর এরই প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যের বেশকিছু জেলায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন ফারাক লক্ষ্য করা যাবে না।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের মত জেলায়।

তবে এই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বাড়বে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। মূলত বিপুল পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার ফলেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, আপাতত রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।