বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির মুখোমুখি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হতে শুরু করলে ফের তরতরিয়ে বাড়তে শুরু করে গরম। তবে এরই মধ্যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য অংশে। এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে এবং মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর তার অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। অভিমুখ ওড়িশার দিকে হওয়ার ফলে এই নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর বঙ্গোপসাগরের বাংলা এবং উড়িষ্যা উপকূলে। এই জায়গাতেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলে যে সকল জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার।

দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব পড়ার পর বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মহালয়ার আগে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হলেও মহালয়ার দিন আবহাওয়া অনুকূল থাকবে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই কয়েকটি দিন।