বিদায় নিল শীত, কবে শুরু হবে গরমের দাপট, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি মরশুমে শীতের খামখেয়ালিপনার পর অবশেষে বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে শীত। পাকাপাকিভাবে শীত বিদায় নেওয়ার পাশাপাশি হাতছানি দিচ্ছে গরম। হওয়া অফিসের পূর্বাভাস এমনটাই।

হওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে রাত এবং ঘরের দিকে ঠান্ডা ভাব থাকলেও দিনের দিকে ভালোভাবে গরম অনুভব করা যাবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমের দাপট।

ইতিমধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩১ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা একইভাবে ঘোরাফেরা করছে ২৮ ডিগ্রির আশেপাশে। অনুমান করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই সর্বোচ্চ তাপমাত্রা আরও কয়েক ডিগ্রী বেড়ে যাবে।

তবে এখনই গরমের খুব একটা দাপট লক্ষ্য করা যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাজ্যের দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে, বৃষ্টির কোন পূর্বাভাস নেই। ভোরের দিকে হালকা শীতের আমেজ এখনো কয়েকদিন বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে আগামী সাত দিন আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

অন্যদিকে চলতি বছর হোলি বা বসন্ত উৎসব মার্চ মাসের একেবারে মাঝামাঝি সময় পড়েছে। সেই সময় তাপমাত্রার পারদ অনেকটা বৃদ্ধি পাবে বলে অনুমান করছে হাওয়া অফিস। অন্ততপক্ষে সেই সময় শীতের আমেজ কোনভাবেই লক্ষ্য করা যাবে না বলেই অনুমান।