আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের এই সকল জেলায় বৃষ্টি, জানিয়ে দিলো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : শুরুতেই জোরালো ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। প্রতিদিন বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতি মোটেই সুখকর নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের জীবনধারন অসহ্য হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বাসিন্দারা মাঝেমাঝেই হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিতে স্বস্তিতে রয়েছেন।

চৈত্রের চাঁদি ফাটা রোদ্দুর, সঙ্গে আবার ভ্যাপসা পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দাদের পরিস্থিতি অসহ্য হয়ে ওঠার সময় তারা নিস্তার খুঁজছেন। তাকিয়ে রয়েছেন কালবৈশাখী অথবা বৃষ্টির দিকে। কিন্তু দেখা কি মিলবে বৃষ্টির? হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার দিন শুষ্ক থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা। সঙ্গে আংশিক মেঘলা আকাশ পরিস্থিতি অস্বস্তিকর করবে।

তবে এরই মাঝে দক্ষিণের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আগামী ৪৮ ঘণ্টায় সামান্য হলেও বৃষ্টির দেখা মিলতে পারে। সোমবার এবং মঙ্গলবার এই তিন জেলায় এই হালকা বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

অন্যদিকে ১৩ এপ্রিল অর্থাৎ বুধবার সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম এবং মুর্শিদাবাদে। এরপর ১৪ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে বলেও জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আগামী দিন চারেকের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। যদিও বাকি জেলাগুলিতে তাপমাত্রা যেমন রয়েছে তেমনি থাকবে বলে অনুমান করা হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।