আরও একটা নিম্নচাপ, ১৯ তারিখ থেকে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক দিনে পর পর দুটি নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে যে খরা অবস্থা চলছিল তা কিছুটা হলেও কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বর্ষার মরশুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠঘাট শুকিয়ে গিয়েছে। চাষের ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন চাষীরা। তবে এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আরও একবার আশার আলো জাগালো নতুন একটি নিম্নচাপের পূর্বাভাস দিয়ে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটার পূর্বাভাস থাকলেও তা হয়নি। তবে মনে করা হচ্ছে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করা যাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৯ আগস্ট বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী ১৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলি দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। পাশাপাশি আরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমন সম্ভাবনাও দেখা দিয়েছে।

এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার দিকে তাকিয়ে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি দীঘা, মন্দারমনি সহ সমুদ্র সৈকত এলাকায় প্রশাসনকে আলাদাভাবে নজর রাখতে বলা হয়েছে। এই নিম্নচাপ ঠিকভাবে আছড়ে পড়লে বৃষ্টির ঘাটতি অনেকটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।