আজও বৃষ্টির পূর্বাভাস এই সকল জেলায়, নববর্ষে কেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে স্তব্ধ হয়ে গিয়েছে হিমশীতল উত্তুরে হাওয়া। এই উত্তুরে হাওয়া স্তব্ধ হয়ে যাওয়ার কারণে তরতরিয়ে বেড়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি গত দুদিন ধরেই এক দু’পশলা বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে। সেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও।

বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এক দু’পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মেঘ না কাটার কারণে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ভাব আপাতত কাটছে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

এদিন শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়ার রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩° বেশি ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩° বেশি থাকার পাশাপাশি তা পৌঁছে গিয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, পূূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়ায়। মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে।

অন্যদিকে আবার এরপরেও নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি এবং শেষ লগ্নেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি থেকেই যাচ্ছে। স্বাভাবিকভাবেই ফের তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।