গুমোট গরম, তাহলে কি বৃষ্টির পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা তরতরিয়ে বাড়তে শুরু করেছে। এখন থেকেই এই তাপমাত্রা বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে রাজ্যের বাসিন্দাদের। পাশাপাশি আংশিক মেঘলা আকাশ পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে। শুরু হয়ে গুমট গরম। তবে এই আংশিক আকাশ দেখে অনেকের মধ্যেই প্রশ্ন তাহলে কি বৃষ্টির দেখা মিলবে?

তবে সে আশায় জল ঢেলেছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কোনো নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের দেখা মিলেছিল সেই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে মায়ানমারের দিকে এগিয়ে গিয়েছে। এর ফলে কেবলমাত্র উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে এর পাশাপাশি জানানো হয়েছে, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে। সেই ঘূর্ণাবর্তের কারণে সিকিম, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন কোনরকম বৃষ্টির পূর্বাভাস নেই। উপরন্তু সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি এর কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে।

অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। তবে জলীয়বাষ্প ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে গুমোট গরম অনুভব করা যাবে। কিন্তু এখনই বৃষ্টি নিয়ে কোন পূর্বাভাস পাওয়া যায়নি।

তবে এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে সুখবর হিসাবে এটাই জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও এই বছর তাপপ্রবাহের সম্ভাবনা খুব কম। আগামী তিন মাস রাজ্যের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি মার্চ মাসেও গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বলেও মনে করা হচ্ছে।