নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আর তারই জেরে টানা ৩০ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। ইতিমধ্যেই গত মঙ্গলবার রাত থেকে দফায় দফায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত হবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

দক্ষিণবঙ্গের যেসকল জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া। এই জেলাগুলি ছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত এই ভারী থেকে অতিভারী বৃষ্টি নিয়ে সর্তকতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে একাধিক জেলার ক্ষেত্রে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কমলা সর্তকতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানের মত জেলাগুলির জন্য। এই সকল জেলাগুলিতে বৃহস্পতিবার দুর্যোগ নজরে আসতে পারে। পাশাপাশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের জন্য। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাবে। বাংলাদেশের দিকে এই নিম্নচাপটি অভিমুখ হওয়ার কারণে তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপর। এরই প্রভাবে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে অধিকাংশ জেলাতেই।