রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা, কবে কোথায় দুর্যোগ, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহ থেকে টানা কয়েক দিন দুর্যোগ চলার পর বৃহস্পতিবার থেকে প্রায় সব জায়গাতেই আবহাওয়ার (Weather Update) উন্নতি হয়েছে। তবে আবহাওয়ার এই উন্নতি ক্ষণিকের জন্য বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস (Weather Office) সূত্রে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফের রাজ্যে ব্যাপক ঝড়-বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ২৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই অনুকূল পরিস্থিতি দেখা যায় রাজ্যে। ঠিক সেই রকমই আবহাওয়াবিদদের পূর্বাভাস আগামী ২৬ মার্চ অর্থাৎ রবিবার থেকে পুনরায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফ থেকে এমন পূর্বাভাস দেওয়ার পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কয়েকদিনের ঝড় বৃষ্টির পর এখন হিমেল হাওয়া উধাও হয়েছে। তবে রবিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উপকূলবর্তী এই সকল জেলাগুলিতে দুর্যোগ বেশি লক্ষ্য করা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কোথাও শিলাবৃষ্টি, কোথাও দমকা হাওয়া, কোথাও আবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী এই তিন জেলা ছাড়াও উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ২ ডিগ্রী বৃদ্ধি পাবে।

দুর্যোগের কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আলাদাভাবে তৎপরতা শুরু হয়েছে। যাতে ক্ষয়ক্ষতি অনেকটা ঠেকানো যায় সেই কথা মাথায় রাখা হচ্ছে। যদিও এই মহড়া নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ, দুর্যোগের সময় কাউকে পাওয়া যায় না আর অন্য সময় নাটক করতে এসেছে।