বৃষ্টিতে বৃষ্টিতে গেল দুর্গাপুজো, লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোয় এবার বৃষ্টিতে ভাসবে রাজ্যের অধিকাংশ জেলা এমনটা আগেই জানানো হয়েছিল। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সত্যি করে মহাসপ্তমীর দিন থেকেই রাজ্যের অধিকাংশ জেলা বৃষ্টিতে ভিজতে শুরু করে। যদিও ঠিক পুজোর শেষ দিন থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করে।

বিজয়া দশমীর পর একাদশীর দিন থেকে রাজ্যের অধিকাংশ জেলার আকাশ ঝলমলে। মেঘের ঘনঘটা দূর হয়ে এখন শরতের পেঁজা তুলোর মত মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে এখন আবার অনেকেই তাকিয়ে রয়েছেন লক্ষ্মী পুজোর দিকে। লক্ষ্মী পূজোয় এবার আবহাওয়া কেমন থাকবে তা জানালো হাওয়া অফিস।

একাদশীর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার হলেও কোন কোন জেলায় বিকাল চারটে পর্যন্ত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হওয়া অফিস। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও অন্যান্য কিছু জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হলেও আগামী দিন তিনেক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কোথাও কোনো রকম ভারী বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। এছাড়াও আগামী দিন তিনেক আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

অন্যদিকে কোজাগরী লক্ষ্মীপূজোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ওই দিনও ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। দিনের দিকে গরম থাকলেও রাতে তাপমাত্রার পারদ কমবে।