ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকলেও ভাদ্র মাস কাকে বলে ভালোভাবেই টের পাওয়া গেছে। ভাদ্র মাসে গুমোট গরমে নাজেহাল অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে আবার একটি নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আর যে নিম্নচাপের প্রভাবে আশ্বিন মাসের শুরুতেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, আগামী রবিবার নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি তৈরি হলেই তা সোম-মঙ্গলবার নাগাদই পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। আর এর প্রভাবে রবিবার সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। রবিবার এবং সোমবারের মত মঙ্গলবারেও এই সকল বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র থেকে রবিবারের মধ্যে ফিরে আসার জন্য সতর্কতাবাণী দেওয়া হয়েছে।