রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীত কবে জানালো হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই হঠাৎ রাজ্যে শীতের আমেজ উধাও। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের কারণে উধাও শীতল হওয়া। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হচ্ছিল বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সকাল থেকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার এবং শনিবার রাজ্যের বেশিরভাগ এলাকা থাকবে মেঘলা আকাশে ঢাকা। পাশাপাশি এই দুদিন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রবিবারের পর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে।

ইতিমধ্যেই রাজ্যে শীত কড়া নাড়লেও এই মেঘের কারণে তা আটকে। শনিবারের পর মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারপরই রবিবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। রবিবার থেকেই পুবালি হওয়ার প্রভাব কমে উত্তুরে হওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে। আগামী সপ্তাহে এক ধাক্কায় কমে যেতে পারে ৫ ডিগ্রি তাপমাত্রা। জেলায় জেলায় আসতে পারে শীতের কাঁপুনি।

শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুদিন। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।