মহাষষ্ঠী থেকেই তুমুল বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর একদিন তার পরেই মহাসপ্তমী। তবে বছরভর আকাঙ্ক্ষিত দুর্গোৎসবের প্রাক্কালেই হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হল দুঃসংবাদ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকেই রাজ্যজুড়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়বে অন্ধ্র প্রদেশ উপকূল, রায়লসীমা, তেলাঙ্গনা, ওড়িশা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে। আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির দেখা মিলতে পারে এই সকল এলাকায়।

হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, নিম্নচাপ অক্ষরেখাটি আরও ঘনীভূত হয়ে আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম হয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। যে কারণে পশ্চিমবঙ্গে ২২ অক্টোবর এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২৩ ও ২৪ অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া প্রতিকূলতা থাকার জন্য আগামী ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের উত্তরাংশে যেতে নিষেধ করা হয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের বেশ কিছু অংশ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। জাতীয় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন দিনের মধ্যেই উত্তর-পূর্ব বাতাস বইতে শুরু করবে। ইতিমধ্যেই মঙ্গলবার রাত থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গিয়েছে।