ধেয়ে আসছে ৫০ কিমি বেগে ঝড়, বিকাল হলেই তাণ্ডব চলবে এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসে যেভাবে গরম পড়ে সেই গরম এখনো পর্যন্ত পড়তে দেখা যায়নি। মাঝে মাঝে এক দুদিন তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও ঝড়-বৃষ্টি সেই তাপমাত্রা নিমেষে উধাও করে দিচ্ছে। গত সপ্তাহ থেকে পুনরায় গরম বাড়তে শুরু করলেও ফের ঝড়-বৃষ্টিতে এক ধাক্কায় ৬ ডিগ্রী তাপমাত্রা কমেছে।

টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে মার্চ মাসের ১৬ তারিখ থেকে অধিকাংশ দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। এরই মধ্যে সোমবারও বৃষ্টি (Rain) এবং কালবৈশাখীর (kalbaisakhi) পূর্বাভাস দেওয়া হল হাওয়া অফিসের (Weather Update) তরফ থেকে। সোমবার কোন কোন জেলায় কালবৈশাখী তাণ্ডব দেখাতে পারে তার তালিকাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকালবেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখা যেতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের যে সকল জেলায় কালবৈশাখী এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। মঙ্গলবার হালকা বৃষ্টির দেখা মিলতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায়।

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে।